১। নির্ধারিত ফরম-১৩ সংগ্রহ পূর্বক আবেদন
২। আবেদন ফরমে শনাক্তকারীর স্বাক্ষরের স্থানে সংশ্লিষ্ট মেয়র/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বারের এনআইডি নম্বর/স্বাক্ষর ও সীল
৩। মেয়র/চেয়াম্যান কর্তৃক প্রত্যয়নপত্র/নাগরিক সনদ
৪। বিদ্যুৎ/পানি/টেলিফোন/গ্যাল বিলের মূল কপি (NID কপিসহ)
৫। পৌরকর/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত ট্যাক্সের রশিদের মূল কপি
৬। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৭। পিতা/মাতা/স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
আবেদনকারীকে স্বশরীরে শুনানীতে অংশগ্রহণ করতে হবে।
[বিঃদ্রঃ স্থানান্তরের জন্য কোন প্রকার কার্ড প্রদান করা হয় ন। ভোটার এলাকা স্থানান্তর হওয়ার পর অনলাইন হতে রিইস্যু আবেদন করে স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড উত্তোলন করা যাবে।]
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস