Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কী সেবা কীভাবে পাবেন
বিস্তারিত

১। ভোটার রেজিস্ট্রেশনঃ-ভোটার তালিকা প্রণয়নজেলা নির্বাচন অফিসারের একটি অন্যতম কাজ। ভোটার এলাকা নির্ধারণ ওবিভক্তিকরণ, ভোটার এলাকার কোড নম্বর প্রদানতথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান,  ফরম ওঅন্যান্য দ্রব্যাদি সরবরাহ, কার্যক্রম তদারকী, খসড়া ভোটার তালিকা প্রস্ত্তততদারকী,মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকী ও পরির্দশন, খসড়া প্রকাশ, দাবী ওআপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তির পর তথ্য অর্ন্তভূক্তি, চূড়ান্তভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন, মৃত্যু বা স্থানান্তর জনিতকর্তন।ভোটার হওয়া, নাম কর্তনবা সংশোধন সর্ম্পকে তদন্ত করা, তদন্ত প্রতিবেদন প্রস্ত্তত করা এবং যথাযথকর্তৃপক্ষের নিকট প্রেরণ করা , ভোটার তালিকা সংরক্ষণ, প্রার্থীদের সরবরাহ ওভোটার তালিকার সিডি প্রার্থীদের সরবরাহ করা।

২। ভোটার এলাকা স্থানান্তরঃ- নির্ধারিত ফরম-১৩ পূরণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে স্বশরীরে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে। 

৩। আইডি কার্ডঃ- জাতীয়পরিচয়পত্র সংরক্ষণ, বিতরণ এবং হিসাব সংরক্ষণ করা।  সংশোধন, কর্তন ওঅর্ন্তভূক্তি সর্ম্পকে তদন্ত , তদন্ত প্রতিবেদন  ও  তথ্য প্রেরণ, হারানোজাতীয় পরিচয়পত্র সর্ম্পকে আবেদন গ্রহণ ও প্রকল্পে প্রেরণ।

 ৪। ইউনিয়ন পরিষদ নির্বাচনঃ-নির্বাচনযোগ্যইউনিয়নের তালিকা প্রস্ত্তত ও কমিশনে প্রেরণ, রিটার্নিং অফিসার নিয়োগ, সময়সূচী ঘোষণা, ভোট কেন্দ্রের খসড়া ও চূড়ান্ত তালিকা প্রস্ত্তত ও প্রকাশ, ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্যানেল প্রস্ত্তত, নিয়োগ, প্রশিক্ষণপরিকল্পনা প্রস্ত্তত, প্রশিক্ষণের ব্যবস্থা করা ও প্রশিক্ষণ প্রদান, আপীলকর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালন, বৈধ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকাপ্রেরণ, নির্বাচনের ফলাফল প্রেরণ রিটার্নিং অফিসারের সার্বিক কাজের তদারকী, নির্বাচন সামগ্রী সংগ্রহ ও স্থানীয়ভাবে ক্রয়, নির্বাচন সামগ্রী বন্টন, স্বচ্ছ ব্যালট বাকো্রর ব্যবহার সর্ম্পকে প্রশিক্ষণ, আচরণ বিধি প্রচার ও ইহাযাতে প্রত্যেক প্রার্থী অনুসরণ করেন তার ব্যবস্থা নেয়া। জেলা সমন্বয়কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন। বরাদ্দকৃত অর্থ বন্টন, বিল/ভাউচারসংগ্রহ ও সংরক্ষণ এবং সমন্বয় করা।

 ৫।  জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনঃ-জাতীয়সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণতঃ জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিংঅফিসারের সহায়ক কর্মকর্তা/ ষ্টাফ অফিসার হিসাবে কাজ করতে হয়। ভোটকেন্দ্রের তালিকা  প্রস্ত্তত ও  কমিশনে প্রেরণ, নির্বাচনের জন্য ভোটারতালিকা প্রস্ত্তত ও হালনাগাদ করা, মনোনয়নপত্র গ্রহণ, বাছাই, প্রত্যাহার ওপ্রতীক বরাদ্দ কাজে রিটার্নিং অফিসারকে সহায়তা দান, প্রাথমিক ও মূলনির্বাচন সামগ্রী নির্বাচন কমিশন থেকে গ্রহণ ও উপজেলা/নির্বাচনী এলাকাভিত্তিক বন্টন করা, প্রার্থীদের সম্ভাব্য আয়-ব্যয়, সম্পদ, ব্যক্তিগততথ্যাদি, ব্যয়ের হিসাব নিরাপদে সংরক্ষণ করা, মনোনয়নপত্র দাখিলকারী, বৈধপ্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রস্ত্তত করা ও কমিশনেপ্রেরণ, বিভিন্ন সভার আয়োজন করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা ও প্রশিক্ষণসামগ্রী প্রেরণ, কোন কোন ক্ষেত্রে যেমন-সিটি কর্পোরেশন এলাকা-সহকারীরিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা, আচরণ বিধি ও অন্যান্য তথ্য প্রচারকরা, সকল রেকর্ডপত্র সংরক্ষণ, ভোট কেন্দ্র স্থাপন ও ভোট গ্রহণকারীকর্মকর্তা নিয়োগ এবং প্রশিক্ষণ প্রদান করা ।

 ৬। সিটি  কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনঃ-সিটিকর্পোরেশন ও পৌরসভা  নির্বাচনে জেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিংঅফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এ নির্বাচনের ভোটার তালিকা প্রস্ত্ততকরা, হালনাগাদ করা ,ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তা নিয়োগ, প্রশিক্ষণ প্রদান, নির্বাচন সামগ্রী সংগ্রহ ও সরবরাহ, ভোট গ্রহণ কার্যক্রমপরির্দশন, অবজারভার ও পর্যবেক্ষকদের অনুমতি পত্র প্রদান, ফলাফল ও নির্বাচনসামগ্রী গ্রহণ ও সংরক্ষণ, অর্থ প্রদান ও হিসাব সংরক্ষণ, মনোনয়নপত্র গ্রহণ, মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ,ফলাফল একত্রীভূত করণেরিটার্নিং অফিসারকে সহায়তা প্রদান, প্রার্থী ও এজেন্টকে বিভিন্ন বিষয়পরামর্শ প্রদান ।

 (৭) অন্যান্য নির্বাচনঃ-জাতীয়সংসদ/ উপজেলা পরিষদ/ স্থানীয় সরকার নির্বাচনে কোন পদ শূন্য ঘোষিত হলে উক্তপদে উপ-নির্বাচন অনুষ্ঠান করা।  ইহা ছাড়া জেলা প্রশাসক বিভিন্ন সময়বিভিন্ন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব প্রদান করেন যা জেলা নির্বাচনঅফিসারকে সম্পন্ন করতে হয় যেমন- রেডক্রিসেন্ট নির্বাচন, মুক্তিযোদ্ধা সংসদনির্বাচন, ক্রীড়া সংস্থা নির্বাচন, প্রেস ক্লাব নির্বাচন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন।

 (৮) প্রশাসনিক-:- অফিস প্রধান ও নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসাবেজেলানির্বাচন অফিসারকে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয়। জেলা নির্বাচনঅফিসে কর্মরত কর্মচারীদের নিয়ন্ত্রণ, নৈমিত্তিক ছুটি প্রদান, অন্যান্যছুটির জন্য নির্বাচন কমিশনে প্রেরণ, বার্ষিক গোপনীয় প্রতিবেদন লেখা, উপজেলা/থানা নির্বাচন অফিসারের ছুটি প্রদান, বার্ষিক গোপনীয় প্রতিবেদনলেখা, উপজেলা নির্বাচন অফিস পরির্দশন ও প্রতিবেদন প্রস্ত্তত, উপজেলা/থানানির্বাচন অফিসে কর্মরত কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে অনুস্বাক্ষরপ্রদান।

(৯) আর্থিকঃ- জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ওকর্মচারীদের  আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন, হিসাব ও ক্যাশ বইসংরক্ষণ, মাসিক হিসাব বিবরণী ও চাহিদা পত্র প্রেরণ, বিল সংরক্ষণ ও অডিটকর্তৃপক্ষকে দেখানো, অডিট আপত্তি নিষ্পত্তি করা, অগ্রিম উত্তোলিত অর্থসমন্বয় করা, অব্যয়িত অর্থ ফেরত প্রদান, ভোটার তালিকা প্রণয়নে ও সংশোধনকার্যক্রমে প্রদত্ত অর্থ উপজেলা নির্বাচন অফিসার অগ্রীম প্রদান, বিল/ ভাউচার সংগ্রহ ও সমন্বয় করা, অব্যয়িত অর্থ ফেরত প্রদান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারকেঅগ্রীম অর্থ প্রদান, বিল/ভাউচার সংগ্রহ, সংরক্ষণ ও সমন্বয় করা, অডিট আপত্তিনিষ্পত্তি করা, জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারেরসকল বিল/ভাউচার সংরক্ষণ, সমন্বয় ও অডিট নিষ্পত্তি করা, উপজেলা নির্বাচনঅফিসার ও জেলা নির্বাচন অফিসের ষ্টাফদের ভ্রমণ ভাতা বিল পাশ, জিপিএফ অগ্রীমপ্রদান, ইনক্রিমেন্ট মঞ্জুর, অব্যয়িত অর্থ ফেরত প্রদান, চূড়ান্ত হিসাববিবরণী প্রেরণ, ভোটার তালিকা/ সিডি বিক্রয় এবং বিক্রয় লব্ধ অর্থ সরকারীখাতে জমা।

 ১০। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালনঃ-জেলানির্বাচন অফিসার বিভিন্ন সময় ভোটার তালিকা প্রণয়ন ও বিভিন্ন নির্বাচনেরসময় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে থাকে। সহকারী রেজিস্ট্রেশন অফিসার, সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান, আইডি কার্ডকার্যক্রমে-টিম লিডার, ডাটা এন্ট্রি অপারেটর ও প্রুফ রিডারদের  প্রশিক্ষণপ্রদান, বিভিন্ন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারীপ্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের  প্রশিক্ষণ প্রদান করা, ইউনিয়ন পরিষদনির্বাচনে রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান  করে  থাকে। নিজ জেলাছাড়াও অন্যান্য জেলায় গিয়েও এসব প্রশিক্ষণ প্রদান করে থাকে। 

১১।সমন্বয়ঃ- নির্বাচন কমিশনের বিভিন্ন কাজ- ভোটার তালিকা প্রণয়ন,জাতীয়পরিচয়পত্র প্রদান, বিভিন্ন নির্বাচন অনুষ্ঠান, সীমানা নির্ধারণ ইত্যাদি কাজসম্পাদনে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন ও সহযোগিতা নেয়া একান্তপ্রয়োজন। জেলা নির্বাচন অফিসার এ সকল কাজে জেলা পর্যায়ের ও উপজেলা পর্যায়েরবিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়  করে । জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশপ্রশাসন, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও অন্যান্য বিভাগের সাথে নিয়মিত যোগাযোগও সাক্ষাতের মাধ্যমে জেলা নির্বাচন অফিসার এ দায়িত্ব পালন করে । জেলাপ্রশাসক ও পুলিশ সুপারের সাথে সব সময় যোগযোগ রাখা ও উপজেলা ভ্রমণকালেউপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তাদের  সাথে সাক্ষাৎ করে জেলানির্বাচন অফিসার সমন্বয় সাধন 


ডাউনলোড